সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শ্বাসরুদ্ধকর জয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠলো ব্রাজিল

শ্বাসরুদ্ধকর জয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠলো ব্রাজিল

কোপা আমেরিকা ২০১৯ এর প্রথম কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে প্যারাগুয়েকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। পোর্তো আলেগ্রের গ্রেমিও অ্যারেনায় গোলরক্ষক অ্যালিসন বেকারের নৈপূন্যে এ জয় পায় টুর্নামেন্টের আট বারের চ্যাম্পিয়নরা।

 

নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্যভাবে শেষ হওয়ার পর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা গড়ায় সরাসরি টাইব্রেকারে। ২০১১ ও ২০১৫ আসরে পরপর দুইবার কোয়ার্টার ফাইনালেই প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়া ব্রাজিল খেলোয়াড়দের মনে তখন উঁকি দিচ্ছিল আরো একবার বাদ পরার শঙ্কা।

 

নিস্তব্ধ গ্যালারিয়ে আনন্দে ভাসিয়ে প্রথম শটেই বাজিমাত করেন অ্যালিসন। গুস্তাবো গোমেজের শট ঠেকিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন ব্রাজিলকে। সে সুযোগ নিতে ভুল করেননি নেইমারের ইনজুরির বদৌলতে দলে সুযোগ পাওয়া উইলিয়ান। এরপর দ্বিতীয় ও তৃতীয় শটে গোল করে দুই দলই। এরপর ম্যাচে আবারো নাটকীয়তা। চতুর্থ শটে ফিরমিনো বল জালের বাইরে পাঠালে ম্যাচে ফেরার সুবর্ন সুযোগ আসে প্যারাগুয়ের। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি মিস করা গঞ্জালেস আরো একবার হতাশায় ডোবান সমর্থকদের, তার শট জালের নিশানা পেতে ব্যর্থ হয়। এরপর আর ভুল করেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠিয়ে নিশ্চিত করেন দলের জয়।

 

এর আগে শুরু থেকেই বল দখলে রেখে প্যারাগুয়েকে বেশ চাপে রেখেছিল ব্রাজিল যদিও গোলের সুযোগ তৈরীতে ব্যর্থ হন ফরোয়ার্ডরা। অপরদিকে শারীরিক শক্তি প্রয়োগ করে খেলতে থাকে প্যারাগুয়ে যার বদৌলতে প্রথমার্ধেই তাদের তিন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন।

 

গোলশূন্য প্রথমার্ধের পর ফেলিপে লুইসকে উঠিয়ে অ্যালেক্স সান্দ্রোকে নামালে আক্রমণের ধার বাড়ে ব্রাজিলের।

 

৫৪ মিনিটে ফিরমিনোকে ডি বক্সের খুব কাছে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্যাবিয়ান বালবুয়েনা। দানি আলভেসে দুর্দান্ত শট ঠেকিয়ে সে যাত্রায় প্যারাগুয়েকে রক্ষা করেন গোলরক্ষক রবার্তো ফার্নান্দেস। দশজনের প্যারাগুয়ের বিপক্ষে আরো আক্রমনাত্মক খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের শেষ ভাগে বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ করেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি ব্রাজিল। ৯০ মিনিটের মাথায় উইলিয়ানের শট বারে লেগে ফিরে আসে। এছাড়া অ্যালেক্স সান্দ্রোর দুর্দান্ত হেড ফিরিয়ে দেন গোলরক্ষক রবার্তো।

 

এ জয়ে ২০০৭ এর পর প্রথমবার কোপা আমেরিকার সেমিতে উঠলো ব্রাজিল। নিজেদের মাটিতে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকায় প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিল। আজকের জয়ে ঘরের মাঠে সেই রেকর্ড বজায় রাখার মিশনে আরো একধাপ এগিয়ে গেল পেলে, গারিঞ্চার শিষ্যরা।

 

সেমিফাইনালে আগামীকাল অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

আর্কাইভ

June 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Weather

booked.net




© All Rights Reserved – 2019-2021
Design BY positiveit.us
usbdnews24