রাস্তা দিয়ে জোরে চলছে গাড়ি। তাড়াহুড়োয় সিগন্যাল মানার কোনো তোয়াক্কা করছে না কেউই। হঠাৎই দেখা গেল মাঝ রাস্তায় জেব্রা ক্রসিংয়ের জায়গায় কারা যেন ছোট ছোট পাঁচিল গেঁথে রেখেছে৷ সংঘর্ষ থেকে বাঁচতে সর্বশক্তি দিয়ে ব্রেক কষে থেমে গেল একের পর এক গাড়ি৷ এ কী কাণ্ড! চালক যা ভাবছেন ঠিক তা ঘটেনি! এখানে থ্রিডি বা ত্রিমাত্রিক জেব্রা ক্রসিং আঁকা হয়েছে।
থ্রিডি ক্রসিং আমাদের দেশে নতুন হলেও বিদেশে এটি একটি জনপ্রিয় কনসেপ্ট। সম্প্রতি বরিশালে জেব্রা ক্রসিয়ের দৃশ্য দেখে নিজের শহরেও এটি কাজে লাগাবার বুদ্ধি নিশ্চয় আপনার এতক্ষণে মাথায় এসেছে! বিষয়টা বেশ মজারও। প্রতিদিন গাড়ি চলাচলের রাস্তায় হাঁটলে রীতিমতো চমকে উঠবেন, খারাপ কি! আপনার শহরে নতুন কেউ এলে তার মনে হবে পথচারীরা এখান দিয়ে শূন্য দিয়ে হেঁটে যাচ্ছে।
চীন, জাপান, আইসল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে ত্রিমাত্রিক জেব্রা ক্রসিং এর প্রচলন রয়েছে। গতবছর ভারতের রাজধানী নয়াদিল্লিতেও এমন একটি প্রজেক্টের হাতে নেয়া হয়। এবার মানুষকে নিরাপদে রাস্তা পারাপার করার সুবিধা দেয়ার জন্য দেশে প্রথমবারের জন্য এমন জেব্রা ক্রসিং আঁকিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
জেব্রা ক্রসিংগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন দূর থেকে দেখে একে মনে হয় চৌকোণা কিছু বাক্স রাস্তার ওপর ভেসে বেড়াচ্ছে। এই বিভ্রমটি চোখের অবস্থানের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে। উঁচু স্থান থেকে দেখে মনে হয় সাদা রেখাগুলো একটি করে দেয়াল তৈরি করেছে রাস্তা বরাবর। আর গাড়িচালকের চোখ থেকে মনে হবে কতগুলো সাদা বাক্স রাস্তার ওপরে ভেসে বেড়াচ্ছে।
Leave a Reply