বিশ্বকাপের দ্বাদশ আসরে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পা রেখেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের অনেকটা পথ পাড়ি দেয়ার পর এখনো সেমিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা। আজকের ম্যাচ জিতলে সেই স্বপ্ন পাবে আরেকটু জোর হাওয়া। শুরুতেই উইকেট হারানোর পর দলীয় অর্ধশতকের দেখা পেলো বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ১ উইকেটে ৫৬ রান।
আজ সৌম্যের বদলে তামিমের সঙ্গে ওপেন করতে নামা লিটন দাস আউট হয়ে গেলেন। স্পিনার মুজিবের বলে শাহিদির কাছে ক্যাচ দেবার আগে লিটন করেন ১৭ বলে ১৬ রান।
এমন পরিস্থিতিতে বিশ্বকাপের ৩১তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। সেমির সম্ভাবনা উজ্জ্বল করার লক্ষ্যে টাইগারদের চোখ এবার আফগানিস্তান বধের দিকে।
সাউদাম্পটনের রোজ বোলে আজ বিকেল সাড়ে ৩টায় শুরু হবে খেলাটি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব।
তবে মজার বিষয় নিয়মিত ওপেনার সৌম্যের বদলে তামিম নামেন নতুন সঙ্গী নিয়ে। কে সেই নতুন সঙ্গী?
তিনি আর কেউ নন, আরেক ওপেনার লিটন দাস। তিনিও সহজাত ওপেনার ব্যাটসম্যান। দলের প্রয়োজনে আগের ২ ম্যাচে পাঁচে নেমেছিলেন।
মূলত লেফট রাইট কমবিনেশন তৈরীর জন্যই তামিমের সঙ্গে লিটনের নামা। কিন্তু আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্তে তাকে আইট দেয়া হয়।
Leave a Reply