খেলাধুলা ::বিশ্বকাপের ২৮ তম ম্যাচে আফগানদের কাছে নাকানি চুবানি খেয়েছে দু’বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত। এক সময় তো মনেই হয়েছে আফগানরা বুঝি জিতে যাচ্ছে। তবে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতার কাছে হার মেনেছে মোহাম্মাদ নবীর দল। শেষ সময়ে মোহাম্মাদ সামির হ্যাট্রিকে ১১ রানের কষ্টার্জিত জয় পায় বিরাট কোহলিরা।
জিম্বাবুয়েকে হটিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আফগানরা উইন্ডিজকে হারিয়ে অনেক আগেই চমকে দেয় ক্রিকেট বিশ্বকে। ওয়ানডেও টাইগারদের হারার রেকর্ড রয়েছে। রশিদ-মুজিবের লেগস্পিনই মূল ভরসা আফগানিস্তানের। আগামিকাল সোমবার (২৪ জুন) সেমিফাইনালে যাওয়ার মিশনে টাইগাররা মাঠে নামবে উঠতি এ দলের বিরুদ্ধে।
বিশ্বকাপে আহামরি কোন পারফরমেন্স করতে না পারলেও ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে আত্নবিশ্বাস বাড়িয়ে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটাররা। কাগজে কলমে টাইগাররা আফগানদের থেকে যোজন যোজন এগিয়ে থাকলে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। হারাতে হলে অবশ্যই টাইগারদের সেরাটা খেলতে হবে মাশরাফিদের।
অবশ্য বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আফগানদের হালকাভাবে নিচ্ছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সব দলকেই সতর্কতার সঙ্গে নিতে হবে। বিশ্বকাপে কাউকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সেই হিসেবে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচেই আপনাকে শতভাগ দিতে হবে। সব বিভাগে সফলতা দরকার।’
সেমিফাইনালে যেতে হলে এ ম্যাচটি অবশ্যই জিততে হবে বাংলােদেশের। টাইগাররা ছন্দে থাকলে পাত্তাই পাবে না আফগানরা বলে বিশ্বাস ক্রিকেট বিশ্লেষষকদের।
ভারতের সাথে লড়াই করে আফগানিস্তান যে চোখ রাঙ্গানি দিচ্ছে। সেই রাঙ্গানি ভয় না পেলে হেরে যাতে পারে টাইগাররা। যদিও আফগানদের সাথে বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছাড়তে চায় মাশরাফিরা।
এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে গতকাল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আফগানিস্তান। শেষ দিকে এসে মরণ কামড় দিতে পারেে আফগানিস্তান। সেটাকে পাশ কাটিয়ে টাইগাররা ভালো খেললেই আফগানরা বড় বাধা হতে পারবে না।
Leave a Reply