বেশ জমেছিল এবারের অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। গতকাল শুক্রবার সারা দিন রীতিমতো উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া–নেওয়া চলেছে। এবারের শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী লড়াই করেছিলেন। এর মধ্যে শুক্রবার রাতে ঘোষিত ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে ৩২৫ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম নির্বাচিত হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচনে জয়ী প্রার্থীরা ২০১৯-২১ মেয়াদে অভিনয় শিল্পী সংঘের নেতৃত্ব দেবেন। তার আগে আজ শনিবার দুপুরে কথা হয় সভাপতি পদে জয়ী শিল্পী শহীদুজ্জামান সেলিমের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মাসুম আলী।
প্রথম আলো: অভিনন্দন আপনাকে। শুক্রবার সারা দিনই শিল্পকলা একাডেমিতে ছিলেন। ক্লান্ত নিশ্চয়ই?
শহীদুজ্জামান সেলিম (সেলিম): ধন্যবাদ। আসলে এই নির্বাচনে মোট ৫১ জন প্রার্থী হয়েছি। সেখান থেকে আমরা জিতেছি ২১ জন। তবে হারেনি কেউই। আমি তো মনে করি এখানে যাঁরা অংশ নিয়েছেন, ভোট দিয়েছেন সবাই জিতেছেন। আমরা এক প্ল্যাটফর্মে থেকে নির্বাচন করেছি। আর হুম, ক্লান্ত একটু লাগছে বটে। আসলে সন্ধ্যায় নির্বাচনের ফলাফলের পর সব ক্লান্তি দূর হয়ে গেছে। তা ছাড়া এবারের নির্বাচনটাও বেশ সুষ্ঠু পরিবেশে হয়েছে। ফলাফলও দ্রুত পাওয়া গেছে।
প্রথম আলো: আগের দিন বেশ জটিলতা তৈরি হয়েছে। আদালতেরও নির্দেশ ছিল। এ অবস্থায় নির্বাচন করাটা ঝুঁকি হয়ে গেল না?
সেলিম: সত্যি কথা বলতে কি, আমরা ফেসবুকে দেখেছি এমন খবর। নির্বাচনে নিষেধাজ্ঞা…। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে আদালতের কোনো চিঠি আসেনি। নির্বাচন কমিশন ও সংঘের অফিসেও আসেনি। তো চিঠি না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশনার নির্বাচন প্রক্রিয়া থামানোর কোনো কারণই ছিল না। আমাদের সদস্যরা উন্মুখ হয়েছিল ভোট দেওয়ার জন্য। আপনি দেখেন, কাল প্রতিকূল আবহাওয়ার মধ্যে রীতিমতো উৎসবে মেতেছিলেন আমাদের ভোটাররা। মোট ৫১৪টি ভোট পড়েছে। অনেকে ব্যস্ততার কারণে ভোট দিতে আসতে পারেননি বলে ফোনে দুঃখ প্রকাশ করেছেন। অনেকে আবার দেশের বাইরে আছেন। তাঁরা ভোট দিতে পারেননি।
Leave a Reply