নিউইয়র্ক : জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের অব নর্থ আমেরিকা ২০১৯-২০২১ সালের কার্যকরী কমিটির নির্বাচন আগামি ৩০ জুন রবিবার অনুষ্ঠিত হবে। গত ১৩ জুন নির্বাচন কমিশন সদস্যদের সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গোলাম সরোয়ার হায়দার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অপর সদস্য মোজাম্মেল হক দুলাল, রানা রায়হান, মশিউর রহমান কামাল ও মো: মনিরুল ইসলাম ইসলাম।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নমিনেশন জমার শেষ তারিখ ছিল ১৬ জুন, মনোনয়নপত্র বাছাই ছিল ১৯ জুন, মনোনয়ন প্রত্যাহার ২১ জুন, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ জুন এবং নির্বাচন ও ফলাফল প্রকাশ ৩০ জুন রবিবার নির্ধারণ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন গণতান্ত্রিক পন্থা। সংগঠনের ঐতিহ্যে আলোকে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে যারাই নির্বাচিত হউক না কেন সংগঠনের একজন সদস্য হিসেবে সকলে সবসময়ে সংগঠনের কল্যাণে এক ও অভিন্ন। তিনি আসন্ন নির্বাচনকে সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সকল সদস্যকে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply