জাতীয় পার্টির (জাপা) চার দিনের বিভাগীয় সাংগঠনিক সভা শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ থেকে ২৭ জুন রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টায় এটি শুরু হবে। বিভাগীয় সাংগঠনিক সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
এতে উপস্থিত থাকবেন স্ব-স্ব বিভাগে পার্টির প্রেসিডিয়াম, এমপি, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলীর সদস্য, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় সদস্য এবং জেলা, উপজেলা, পৌরসভা, মহানগরের থানাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবরা।
বিভাগীয় এ সভায় কোন তারিখে কোন জেলাগুলো উপস্থিত থাকবে তা উল্লেখ করা হয়েছে-
২৪ জুন সোমবার: ঢাকা-ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলা- ঢাকা, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর, নেত্রকোণা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও নরসিংদী।
২৫ জুন মঙ্গলবার: রাজশাহী-রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলা রাজশাহী, রাজশাহী মহানগর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর জেলা, রংপুর মহানগর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা ও ঠাকুরগাঁও।
২৬ জুন: বুধবার- চট্টগ্রাম-সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলা, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা মহানগর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, সিলেট মহানগর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ।
২৭ জুন: বৃহস্পতিবার- খুলনা-বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলা- খুলনা, খুলনা মহানগর, নড়াইল, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, বাগেরহাট, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, বরিশাল মহানগর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি জেলা।
Leave a Reply