সিলেটে আগামীকাল শনিবার পাঁচ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামীকাল শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ১ম রাউন্ড অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে ৬১ হাজার ৮৩৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তন্মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৬ হাজার ৫৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৫৫ হাজার ৭৮১।
নগরীর ২৭টি ওয়ার্ডে ৩০টি স্থায়ী টিকাদান কেন্দ্র ছাড়াও অস্থায়ী, অতিরিক্ত ও ভ্রাম্যমাণসহ ২৪৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদেরকে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘‘গেল বছর ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপরিভাগ অস্বচ্ছ থাকা নিয়ে গুঞ্জন ছিল। যদিও ওই ক্যাপসুল খাওয়ানোর এক বছর পেরিয়ে গেলেও খারাপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার ডেনমার্ক থেকে ক্যাপসুল আনা হয়েছে।’’
সিসিক সূত্র জানিয়েছে, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আগামীকাল সকাল ১০টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ বিনোদিনী দাতব্য চিকিৎসালয় কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
এদিকে, সিলেটের সকল উপজেলায় এবার ৪ লাখ ৫৪ হাজার ৩৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ৪৮ হাজার ৬৪৪ এবং ১-৫৯ বয়সী শিশু ৪ লাখ ৭৩৪। সকল উপজেলা মিলিয়ে স্থায়ী ও অস্থায়ী ২ হাজার ৪২৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘‘এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মতো শিশু গতবারের তুলনায় ৩ শতাংশ বেড়েছে।’’
Leave a Reply