যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানালেন ফিলাডেলফিয়ার সাবেক ডিপুটি মেয়র প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা এবং পেন্সিল্ভেনিয়ার ল্যুটানেন্ট গভর্নর পদে নির্বাচনে প্রার্থী ড. নীনা আহমেদ। গত ১০ই জুন ফিলাডেলফিয়ার চেচনাটে অনুষ্ঠিত এক আলোচনা ও নৈশ ভোজে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. ইব্রুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে ড. নীনা আহমেদকে ফুল দিয়ে স্বাগত জানান ফারহানা আফরোজ পাপিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজার্সী প্রিন্সটনের ডেমোক্রেট কমিটির কাউন্সিলম্যান ড. নুরুন নবী, আবু আমীন রহমান, ডেলাওয়ার কাউন্টি ডেমোক্রেট কমিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেলি রহমান, আপারডারবি ডেমোক্রেটিক কমিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দীক, মেলবর্ণ ব্যুরোর ডেমোক্রেটিক কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মেদ হাসান, টেক্সকালেক্টর মইন চৌধুরী, কমিটি সদস্য মোহাম্মেদ হারেস এবং লেন্সডেল কমুনিটির মফিজুল ইসলাম।
বক্তব্যে ড. নীনা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার সহযোগীতা কামনা করেন এবং কমিউনিটির বৃহত্তর স্বার্থে সবাইকে এক হয়ে পরবির্তনের পক্ষে কাজ করার জন্য আহব্বান জানান। অনুষ্ঠানে ড. নীনাকে সার্বিকভাবে সহযোগিতা করেন তার স্বামী এহসান এম নাসারাত উল্লাহ এবং তার মেয়ে জয়া এবং প্রীয়া।
Leave a Reply