বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। এবার বিশ্বকাপে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। সেরাদের মঞ্চে ধারাবাহিকভাবে দুটি ম্যাচে সেঞ্চুরি পাওয়া তো আর চাট্টিখানি কথা না! এবার এক অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে আছেন সাকিব।
বিশ্বকাপ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ৩০ উইকেট শিকারির তালিকায় স্থায়ীভাবে জায়গা করে নেয়ার আর মাত্র অল্প দূরত্বে আছেন বাংলাদেশের অলরাউন্ডার। এর আগে তিনটি বিশ্বকাপ খেলেছেন সাকিব। দ্বাদশ আসর মিলিয়ে তিনি সংগ্রহ করেছেন ৯২৪ রান। এছাড়া বল হাতে এই বাঁহাতি অলরাউন্ডারের ঝুলিতে এখন মোট উইকেট সংখ্যা ২৮। আর মাত্র ২ উইকেট ও ৭৬ রান করলেই বিশ্বকাপ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ৩০ উইকেট শিকারির তালিকায় স্থায়ীভাবে প্রথম নাম হবে ‘সাকিব আল হাসান’।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টিভ ওয়াহ ও শ্রীলংকার অলরাউন্ডার সনৎ জয়সুরিয়া এই রেকর্ডের কাছাকাছি গিয়ে থেমে গিয়েছেন। ওয়াহ তিনটি বিশ্বকাপে ৯৭৮ রানের সাথে ২৭ উইকেট শিকার করেছিলেন। অন্যদিকে, পাঁচটি বিশ্বকাপে জয়সুরিয়া ব্যাট হাতে ১১৬৫ রান করলেও বল হাতে থেমেছিলেন ২৭ উইকেটে।
আজ ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। অনন্য এই রেকর্ডটি ছোঁয়ার হাতছানি সাকিবের সামনে।
Leave a Reply