আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির একটি ভেনুতে গত ১২ জুন বুধবার রাতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির এক ”সাধারন সভা” অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি শহীদ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহেল আহমদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাঞ্চন বল,সাব্বির হোসেন ভূঁইয়া,শামসুল ইসলাম শাহজাহান, আবদুল জামিল, সৈয়দ মোঃ কাউসার,মো: সেলিম,জাহাংগীর হোসেন ভূঁইয়া,আহসান হাবীব,আলী হোসেন,আবুল হোসেন,শেখ সেলিম,সুরজিৎ চৌধুরী মিল্টন,মিরাজ খান,বিপ্লব দাশ, শেখ শিমুল,বিপ্লব দেব,রতন ভট্টচার্য,রওশনউদদীন প্রমুখ। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে বাংলাদেশ মেলা আয়োজন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর সভায় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বিশদ আলোকপাত করেন। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মেলাকে সফল করার জন্য আহসান হাবীবকে আহবায়ক,মিরাজ খানকে সদস্য সচিব এবং বিপ্লব দেবকে প্রধান সমন্বয়কারীর দায়িতব দেওয়া হয়।
Leave a Reply