হবিগঞ্জের করোনা আক্রান্তরা ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার হবিগঞ্জের ১০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। আক্রান্তদের হবিগঞ্জের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে, তবে কারও আইসিইউর প্রয়োজনে হলে তাকে সিলেট আনা হবে।
হবিগঞ্জের করোনা আক্রান্তদের সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান মঙ্গলবার সকালে এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেটে এখন পর্যন্ত নতুন করে কোনো আক্রান্ত নেই। হবিগঞ্জের ১০ জনসহ সিলেট বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১৮। এর মধ্যে হবিগঞ্জে ১১ জন, সিলেটে ৫ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন।
তিনি আরও বলেন, হবিগঞ্জে আক্রান্তদের কারো কোনো করোনা লক্ষ্মণ নেই। আক্রান্তদের মধ্যে ২ জন চিকিৎসক ও একজন নার্স। চুনারুঘাটের যিনি শনাক্ত হয়েছেন তার পরিবারের কয়েকজন সদস্য কিছুদিন আগে ঢাকা থেকে আসছিলেন। এছাড়া বাকি সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত।
তারা এখন হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নেবেন, যদি কারো আইসিইউর প্রয়োজন হয় তখন তাদের সিলেট আনা হবে।
Leave a Reply