করোনাভাইরাসের কারণে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী এই বন্দর দিয়ে ভারতে যেতে পারবেন না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেনাপোল ইমেগ্রেশনের ওসি আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল ইমেগ্রেশনের ওসি আহসান হাবীব বলেন, আগামীকাল (১৩ মার্চ) থেকে সাধারণ পার্সপোর্টধারী যাত্রীরা বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না। ভারতের নিষেধাজ্ঞার কারণে এই প্রবেশে নিষেধাজ্ঞা। যা ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
প্রসঙ্গত, করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় দেশের নাগরিকদের প্রবেশ ঠেকাতে ভারত সরকার সব দেশের ভিসা স্থগিত করেছে। চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
Leave a Reply