রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানিয়েছেন।
তিনি বলেন, রূপনগরের রজনী গন্ধার পেছনের বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সবশেষ পাওয়া খবরে জানা গেছে, ধীরে ধীরে আগুনের পরিধি বাড়াছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
Leave a Reply