মালির মধ্য অঞ্চলে একটি সেনা চৌকিতে জঙ্গিদের রকেট হামলায় ৬ সেনা নিহত হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
সেনাবাহিনী টুইটারে জানিয়েছে,রবিবার রাতে মন্ডোরোতে হামলায় ১০ জন আহত ও মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
সরকারী মুখপাত্র ইয়া সাঙ্গারে পৃথক টুইট করে বলেছেন, হামলার পর সেনারা ‘সন্ত্রাসীদের ধাওয়া করে এবং তাদের দু’টি গাড়ি ও মোটরসাইকেল ধ্বংস করে দিয়েছিল।’
তিনি আরও বলেন, সেনাবাহিনী রাতভর ওই এলাকায় বিমান হামলা চালায়। যার ফলে সশস্ত্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর জীবন ও মালামালের সামগ্রিক ক্ষয়ক্ষতি হয়। সেখানে এখনও অভিযান চলছে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি জঙ্গি আক্রমণে একজন মালিয়ান সেনা নিহত ও তিন জন আহত হয়েছে। গত নভেম্বরে উত্তর-পূর্ব মালিতে একটি সামরিক পোস্টে সন্ত্রাসী হামলায় প্রায় ৫০ জন মালিয়ান সেনা নিহত হয়েছিল।
মালি’র রাষ্ট্রপতি ইব্রাহিম বাব্যাকার কেইটা ফেব্রুয়ারিতে বলেছিলেন যে তার সরকার দেশটিকে ঘিরে রেখেছে। বিদ্রোহ অবসানের লক্ষ্যে চরমপন্থী গোষ্ঠীগুলির সাথে আলোচনার চেষ্টা করছে।
Leave a Reply