যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড ঝড়ের আঘাতে ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১২ জানুয়ারি) প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ওই অঞ্চল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা, লুইজিয়ানা এবং টেক্সাস অঙ্গরাজ্য থেকে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে অ্যালাব্যামা রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতির আশাঙ্কা করা হচ্ছে। তীব্র ঝড়ে যুক্তরাষ্ট্রের দিক্ষণাঞ্চলের মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাশাপাশি অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ঝড়ের কারণে শিকাগোর প্রধান দুটি বিমানবন্দরে শনিবার কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজ্যের কর্তৃপক্ষ।
Leave a Reply