রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষক মজনুকে আদালতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মজনুকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়।
এ মুহূর্তে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। বিকেলে ৩টার দিকে সিএমএম আদালতের এজলাসে হাজির করা হবে। ঢাকার মুখ্য মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে তার শুনানি হবে।
এদিকে পুলিশের পক্ষ থেকে মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে ক্লাস শেষে ক্যাম্পাস থেকে রাজধানীর শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলায় ওই ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় রবিবার রাত থেকেই ঢাবি ক্যাম্পাস বিক্ষোভ, মিছিল আর প্রতিবাদে উত্তাল হয়ে উঠে।
ধর্ষণের শিকার ছাত্রীর মোবাইলের সূত্র ধরে বুধবার ভোরে রাজধানীর শেওড়া রেলক্রসিং এলাকা থেকে মজনুকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা।
Leave a Reply