ইরানে ১৮০ জন যাত্রী নিয়ে ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) তেহরানের ইমাম খোমেনী বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বিমানটি।
ইরানি গণমাধ্যম ফার্স জানিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি তেহরানের কাছে পারান্দ নামক এলাকায় বিধ্বস্ত হয়। রাজধানী তেহরানের খোমেনী বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে।
বিমানটিতে যাত্রী ও স্টাফসহ ১৮০ জন ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তবে এই দুর্ঘটনায় হতাহতের ব্যাপারে কিছু জানাতে পারেনি তারা।
ফ্লাইটর্যাডার২৪ নামে একটি ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট থেকে জানা যায়, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটটি তেহরান সময় ভোর ৫টা ১৫ মিনিটে উড্ডয়নের কথা ছিল। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে এক পিছিয়ে যায় ফ্লাইট টাইম।
বিমানটি খোমেনী বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা ছিল।
Leave a Reply