নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে এক দম্পতি দগ্ধ হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে ৬টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্বামী-স্ত্রী শরিফ ও ফরিদাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে তাদের স্থানান্তর করা হয়। তবে ফরিদার অবস্থা আশঙ্গাজনক বলে জানা গেছে। তার শরীরের ৮০ ভাগের মতো পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন এগিয়ে আসলে বাড়ির ম্যানেজার তাদের ঢুকতে দেয়নি। লোকজন ফুসে উঠলে বাড়ির গেট খুলে দেয় ম্যানেজার। পরে তারা দগ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারা আরও জানান, যে ঘরে বিস্ফোরণ হয়েছে, সে ঘরেই গ্যাসের চুলা ছিল।
জানা যায়, ওই বাড়ির মালিক মুফতি নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনতলা বাড়ির নিচতলায় কয়েকটি পরিবার ভাড়া থাকে। আর উপরের দুই তলায় মাদ্রাসা দিয়েছেন নজরুল ইসলাম।
ম্যানেজার আবদুল ওয়াহাব মিয়া জানান, সামান্য পুড়ে গেছে, তেমন কিছু হয়নি। স্থানীয়রা শুধুই এটা নিয়ে হইচই করছে। তিনি হাসপাতালে আহতদের খোঁজ নিতে যাচ্ছেন।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply