মৌলভীবাজারে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিলে বাধা দিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ। পরে তারা সেখানেই প্রতিবাদ সভা করে।
রবিবার দুপুর দেড় টায় শহরের হিলালপুর উচ্চ বিদ্যালয়ের সন্মুখ থেকে হাজার হাজার ছাত্রদল কর্মী মিছিল নিয়ে জুগিডর এলাকায় পৌঁছালে পুলিশের ব্যারিকেড মুখে পড়ে। সেখান থেকে কিছুদূর এগিয়ে গেলে পুলিশ বাঁধা দিয়ে মিছিলটি পণ্ড করে দেয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের জেলা সভাপতি মো: রুবেল মিয়া ও সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান।
এছাড়াও জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, সহ-সভাপতি আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, ফখরুল ইসলামসহ অনেকে।
পুলিশের বাঁধার মুখে বক্তারা বলেন ইচ্ছা করলে নেতাকর্মীরা পুলিশি বাঁধা উপেক্ষা করে মিছিল করতে পারতেন, কিন্তু তারা তা করেননি। মিছিলে ছাত্রদলের বিভিন্ন উপজেলার হাজার হাজার কর্মী যোগদান করে।
Leave a Reply