ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। গত রোববার ইরাকে একটি শিয়া আধা সামরিক বাহিনীর স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে ২৫ জন যোদ্ধা নিহত হয়। তারই প্রেক্ষিতে দেশটিতে অবস্থিত মার্কিন দূতবাসে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক, ধ্বংস হোক’ স্লোগানে মার্কিন দূতাবাসে ঢোকার চেষ্টা করে। এসময় তারা পানির বোতাল ছুড়ে মারে দূতাবাসের দিকে। এছাড়া দূতবাসের বাইরে চারপাশে যেসব নিরাপত্তা ক্যামেরা লাগানো ছিল, ঢিল ছুড়ে সেসব ক্যামেরা ভেঙ্গে দেয়। তবে কারো হাতে অস্ত্র দেখা যায়নি।
মার্কিন সেনাবাহিনী গত রবিবার (২৯ ডিসেম্বর) ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর ওপর বিমান হামলা চালায়। গত সপ্তাহে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হওয়ার বদলা হিসেবে এই হামলা বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়। কেননা হামলার জন্য ওই শিয়া গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
বাগদাদের পাশের ওই এলাকায় মার্কিন হামলায় যেসব যোদ্ধা নিহত হয়েছিল তাদের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে উপস্থিত হয়ে সেখানে হামলা চালায়। ইরাকের সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত ‘গ্রিন জোনে’ মার্কিন দূতাবাস অবস্থিত।
বিক্ষোভকারীদের হামলার মুখে নিরাপত্তারক্ষীদের পিছু হটতে দেখা গেছে। এছাড়া বিক্ষোভকারীদের হাতে ছিল শিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ’র হলুদ পতাকা। তারা সেই পতাকা দূতাবাসের চারপাশের দেয়ালে ঝুলিয়ে দিচ্ছিল এসময়। দূতাবাসের সামনে নানা স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করছেরে তারা।
Leave a Reply