ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন দলটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রিপন ও তাবিথ উত্তর সিটি করপোরেশনে নির্বাচন করতে চাইছেন। ইশরাক প্রার্থী হতে চাইছেন দক্ষিণ সিটি করপোরেশনে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ মনোনয়ন জমা দেন।
এ সময় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীরসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply