বরগুনার বহুল আলোচিত রিফাত শরিফ হত্যা মামলায় ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আজ।
সোমবার (১৮ নভেম্বর) ১৪ আসামিকে বরগুনার শিশু আদালতে হাজির করে শুনানি শেষে চার্জ গঠন করবেন বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালত। একইসঙ্গে সাক্ষগ্রহণের জন্য মামলাটি প্রস্তুত করা হবে।
ইতোমধ্যে চার্জ গঠনকে কেন্দ্র করে যশোর থেকে বরগুনায় আনা হয়েছে মামলার অপ্রাপ্ত বয়স্ক ১৩ আসামিকে। অপর আসামি বরগুনা জেলা কারাগারে আছেন।
উল্লেখ্য, গেল ২৬ জুন স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বরগুনা সরকারি কলেজের পৌঁছে দিয়ে ফেরার পথে কলেজের সামনে রিফাত শরিফকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক আসামি ১৪ জন। চার্জশিটভুক্ত অপর আসামি মো. মুসা এখনও পলাতক আছেন। নিহতের স্ত্রী মিন্নি হাইকোর্টের নির্দেশে জামিনে আছেন।
Leave a Reply