বেনাপোল সীমান্ত থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ মিন্টু মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ৩টার সময় বেনাপোল পৌর এলাকার ভবারবের গ্রাম তাকে আটক করা হয়।
আটক মিন্টু বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের আকুব্বারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে বেনাপোল ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply