ইয়েমেনে প্রতি ১২ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
গত বুধবার (২৩ অক্টোবর) নিউইয়র্কে এক বক্তৃতায় জাতিসংঘের উন্নয়ন কার্যক্রমে (ইউএনডিপি) পরিচালক আখিম স্টেইনার এ তথ্য জানান।
আখিম স্টেইনার বলেন, প্রতি ১২ মিনিটে পাঁচ বছরের কম বয়সী একটি ইয়েমেনি শিশুর মৃত্যুর এমন পরিসংখ্যান দেশটিতে সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে। খাদ্য, সুপেয় পানি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে শিশু প্রাণহানি ঘটনা ঘটছে।
জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপ মহাসচিব মার্ক লোকক সম্প্রতি বলেছেন, ইয়েমেনে বর্তমানে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটির অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে।
ইয়েমেনে ২০১৫ সালের মার্চ মাস থেকে সামরিক অভিযান শুরু করেন সৌদি ও তার নেতৃত্বাধীন দেশ। দেশটির সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের নামে তারা এ হামলা শুরু করেন।
Leave a Reply