প্রথমবারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। আজ শনিবার শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।
জানা গেছে, এবারের এশিয়া কাপের বি গ্রুপে খেলেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করে বাংলাদেশের যুবারা। এরপর পরের ম্যাচে নেপালকে হারায় তারা। নিজেদের শেষ ম্যাচে গত মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে টাইগার যুবারা।
সেমিফাইনালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে গ্রুপ পর্বে টেবিলের শীর্ষে থাকায় ফাইনালে উঠে যায় আকবর আলীরা। একই কারণে স্বাগতিক শ্রীলঙ্কার সাথে ম্যাচটি না জিতেও ফাইনালে উঠে ভারত।
অন্যদিকে গ্রুপ এ তে খেলেছে ভারত। তারাও গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে, পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েতেক হারিয়ে সেমিফাইনালে আসে।
Leave a Reply