বিতর্কিত জম্মু-কাশ্মির নিয়ে আঞ্চলিক রাজনীতি যখন উত্তাপ ছড়াচ্ছে ঠিক এমন সময় ভারত সফর বাতিল করে নতুন আলোচনার ইঙ্গিত দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাজনৈতিক অঙ্গনে এটি সবারই জানা যে, নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কটা শুধু একটু বেশিই নয়, বরং তারা পরস্পর খুব ভালো বন্ধুও বটে। কিন্তু হঠাৎ কেন ভারত সফর বাতিল করলেন ইরাইলের প্রধানমন্ত্রী? প্রশ্নটা এখন অনেকেরই।
আগামী ৯ সেপ্টেম্বর একদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসার কথা ছিল নেতানিয়াহুর। গুঞ্জন উঠেছে, তবে পাক-ভারতের চলমান উত্তেজনায় নিজেকে নিরপেক্ষ অবস্থানে রাখতেই ভারত সফল বাতিল করলেন নেতানিয়াহু?
তবে সূত্রের খবর অনুযায়ী, ইসরাইলের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী ১৭ সেপ্টেম্বর দেশটিতে নির্বাচনকে সামনে রেখে আপাতত দেশের বাইরে সময় দিতে চান না বলে ভারত সফর বাতিল করেছেন নেতানিয়াহু। এমনকি মোদীকে টেলিফোনে সেই কথা নিজেই নাকি জানিয়েছেন। মোদীও বন্ধুর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
যদিও প্রশ্ন থেকে যায়, নেতানিয়াহু এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফর বাতিল করলেন। এর আগে এপ্রিল মাসে ভারত সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তখনও ভোটের কারণে সফর বাতিল করেছিলেন।
ক্ষমতা ধরে রাখতে বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছেটা এবারও অপেক্ষমানই থেকে গেল। ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ডটি এখন নেতানিয়াহুর দখলে। এবার পুনরায় নির্বাচিত হয়ে সেই মাইলফলককে আরও উচ্চতায় নিয়ে যেতে চান তিনি।
সবশেষ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। তার আগের বছর ২০১৭ সালে তেল আবিবে গিয়েছেলেন মোদী।
Leave a Reply