প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন কর্মের মধ্যেই চিরকাল বেঁচে থাকবেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে রুপান্তরিত করা। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাত্রিতে জাতীর পিতাসহ তার পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করে বাঙালী জাতির পিতার স্বপ্ন ভেঙে দেয় বিপদগামী একটি চক্র।
ইমরান আহমদ আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশের মানুষ ২১ বছর পর ১৯৯৬ সালে গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুর তনায়া শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ছিল ত্যাগের। সুতরাং আজকের শোক দিবসের আলোচনা থেকে এটাই সিদ্ধান্ত নিতে হবে যে নেতা একজনই তিনি শেখ হাসিনা, আদর্শ একটাই বঙ্গবন্ধুর জীবন ও কর্ম।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ইমরান আহমদ এমপি এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও উপজেলা পজিব কর্মকর্তা সুশান্ত দাসের পরিচালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আসলম,ইসমাইল আলী মাষ্টার, সুবাস চন্দ্র পাল ছানা, সামসুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড জামাল উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহান উদ্দিন, ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার।
Leave a Reply