থেমে থেমে পুরোদিন পড়ল বৃষ্টি। তাতে লর্ডস টেস্টের প্রথম দিনের পুরোটাই গেল বৃষ্টির পেটে।
বেরসিক বৃষ্টির দাপটে জফরা আর্চারের অভিষেক দিনটি ভেস্তে গেল। ইংল্যান্ডের ৬৯৩তম খেলোয়াড় হিসেবে বুধবার অভিষেক হলো ২৪ বছর বয়সী এ পেসারের।
এজবাস্টনে সফরকারী অস্ট্রেলিয়ার দাপট দেখেছিল স্বাগতিক ইংল্যান্ড। লর্ডস টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া জো রুটের দল। ইনজুরির কারণে জেমস অ্যান্ডারসনকে হারানোর পর দ্রুতগতির বোলার আর্চারকে দলে নেয় ইংল্যান্ড। শেষ এক সপ্তাহ ক্রিকেট বিশ্বের সবথেকে আলোচিত নাম ছিলেন এ পেসার। বিশেষ করে তার বোলিং দেখতে মুখিয়ে ছিল সবাই।
অবশেষে বুধবার টেস্ট ক্যাপ উঠে এ পেসারের মাথায়। আর্চারকে টেস্ট ক্যাপ তুলে দেন ক্রিস জর্ডান। জর্ডানের হাত ধরেই বার্বাডোজ থেকে ইংল্যান্ডে খেলতে আসেন আর্চার। পরবর্তী গল্পটা তো সবারই জানা। ঘরোয়া ক্রিকেটে আগুণঝরা বোলিং উপহার দিয়ে আর্চার লাইমলাইটে আসেন। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও দ্যুতি ছড়ান এ পেসার। বিশ্বকাপের আগে তাকে দলে নেয় ইংল্যান্ড। আর্চার হয়ে উঠেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের আনসাং হিরো।
বৃষ্টির ফাঁকে আর্চারের অভিষেক হয়ে গেলেও মাঠে বল গড়ায়নি একটিও। অবশ্যই বৃষ্টির দাপটে টসই হতে পারেনি। পাঁচদিনের ম্যাচ এখন নেমে এসেছে চারদিনে। ফলো অন নির্ধারিত হবে দেড়শ রানের ব্যবধানে।
Leave a Reply