যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক খাদ্য উৎসবে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছে। আহত ১৫ জন। গতকাল রোববার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানায়।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, পুলিশের গুলিতে এক বন্দুকধারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার এক সঙ্গী থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণ–পূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে তিন দিন ধরে চলছিল ‘দ্য গিলরয় গার্লিক ফেস্টিভ্যাল’ নামে রসুন খাওয়ার এক উৎসব। উৎসবটি গতকাল রোববার শেষ হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গোলাগুলির এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জুলিসা কনট্রেরাস এনবিসিকে জানান, বছর তিরিশেক বয়সী এক শ্বেতাঙ্গ রাইফেল হাতে গুলি চালাচ্ছিল। উৎসবে গোলাগুলির ঘটনায় মানুষের ছোটাছুটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শোনা যায়—এক নারী চিৎকার করে জিজ্ঞেস করছেন, ‘হচ্ছেটা কী? রসুন উৎসবে কে গুলি চালাচ্ছে?’
ঘটনাস্থলে এখনো পুলিশি তৎপরতা চালু রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম এক টুইট বার্তায় বলেছেন, ‘এর চেয়ে ভয়ংকর আর কিছু হতে পারে না।’
এই বন্দুক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপর এক টুইট বার্তায় নাগরিকদের সতর্ক এবং নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন।
গিলরয় শহরের কাউন্সিলর ডিওন ব্রাকো বিভিন্ন গণমাধ্যমে তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ১১ জনের অবস্থা গুরুতর।
অপর প্রত্যক্ষদর্শী মাইকেল পাজ বলেন, কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই ডানে-বাঁয়ে গুলি চালাচ্ছিল ওই শ্বেতাঙ্গ বন্দুকধারী।
১৯৭৯ সাল থেকে প্রতিবছর গিলরয়ের ক্রিসমাস হিলে বেশ ঘটা করে পালিত হয় বার্ষিক রসুন খাওয়ার উৎসব ‘দ্য গিলরয় গার্লিক ফেস্টিভ্যাল’। এই উৎসবে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বহন করা পুরোপুরি নিষিদ্ধ।
Leave a Reply