মৌলভীবাজারের কমলগঞ্জের থানার জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যার পর নবনির্মিত মসজিদের উদ্বোধন করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জামে মসজিদের উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাসেদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান, আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান, ইকবাল হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ। দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন।
Leave a Reply