সিলেট নগরীর উপশহরের চাঞ্চল্যকর স্কুলছাত্র আবুল হুসাইন জাহিদকে পূর্ব পরিকল্পনা মাফিক হত্যার মামলার তদন্ত নিয়ে বানিজ্যের প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তেররতন ও সৈদানীবাগ এলাকাবাসী।
শুক্রবার বেলা ২ টায় সিলেট নগরীর উপশহর এবিসি পয়েন্টে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা ৭ দিনের মধ্যে খুনিদের গ্রেফতারের দাবী জানান এবং গ্রেফতারের পর ফাঁসির দাবি করেন। এমনকি এজাহার নামীয় আসামিদের চার্জশিটের অন্তর্ভুক্ত করার জোর দাবিও জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণা দেন।
বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আহমদের পরিচালনায় ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকীর সভাপতিত্বে অতিথি হিসেবে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জনপ্রতিনিধি হুমায়ুন কবির সুহিন, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের যুগ্ম আহবায়ক, সৈয়দানীবাগ এলাকার উম্মেষ সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক, নগর ছাত্রলীগ নেতা সৈয়দ নাহিদ রহমান সাব্বির।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. আবুল কালাম, লুৎফুর মোল্লা, তুলা মিয়া, আব্দুল কাদের মালেক, সৈয়দ আফজাল হোসেন, কবির আহমদ, সৈয়দ নয়ন, সৈয়দ হাসান, মিতুল আহমদ, কয়েস আহমদ, জাকির আহমদ, আরিফ আহমেদ, সাংবাদিক শাকিল আহমেদ, আলম আহমদ, সাংবাদিক নাজিম আহমদ, মাসুম আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আব্দুস সাদিক তারেক, মুন্না আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমদ, সাকেল আহমদ, কায়েস আহমদ, মাহফুজ আহমদ, মারজান আহমেদ, কামরুল ইসলাম কাম্বু, মাসুম আহমেদ, রিফাত আহমেদ, আব্দুল কাদির রনি, শিমুল আহমদ, মুন্না আহমদ, সৌমিক, আব্দুল্লাহ আল মামুন , রাফি তালুকদার , আকবর হোসেন অপু, নাহিদ, দেলওয়ার হোসেন , আব্দুল করিম মজ্জা, রুমেল আহমদ, তপু রাজ, শান্ত আহমেদ , রায়হান আহমেদ, বাবু আহমেদ, শুভ আহমেদ, ইউনুস আহমেদ, স্বপন, আহমদ, সাহেদ, জুয়েল, অভি, সামি, নিয়াজ, রাসেল, আলম, রেদোয়ান, আল আমিন, রাব্বি, কিবরিয়া, রায়হান, অনিক, কুদ্দু, ইমন, আদনান, শেখ তারেক , সানি খাঁ , মোঃ সাকিব, আরাফাত হুসাইন আলি, তাশফিক মেহদী জয়, রফি আহমেদ, তানবির আহমেদ, ইসলাম আহমেদ, সায়েম আহমদ, সাজু আহমেদ, রনি আহমেদ , ইমন আহমেদ, নাজমুল হোসাইন, ফাহিম আহমেদ , রাকিব আহমেদ , ফাহিম আহমদ, নাছির আহমেদ, হামিদ আহমদ, নাহিদ, সাজু, মিয়া , ইমন, আহমেদ , আবুহুরাইয়া সানি , শাওন চৌধুরী , ফারদিন, রিফাত প্রমুখ।
মানববন্ধনে নিহত স্কুল ছাত্র জাহিদের পিতা বলেন, সুষ্ঠ তদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারের দাবির পাশাপাশি এজাহার নামীয় আসামিদের চার্জশিটের অন্তর্ভুক্ত করে খুব দ্রুত বিচারের দাবি জানান।
Leave a Reply