সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের ট্রেনিং শাখা উদ্যোগে ১৪ দিনব্যাপি ‘বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠিত হয়েছে।
গত ১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত রিকাবীবাজারস্থ পুলিশ লাইন্স স্কুল (কম্পিউটার ল্যাব) নারী পুলিশ কনস্টেবলদেরকে এ ‘বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স’ প্রশিক্ষন দেওয়া হয়।
রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সভাকক্ষে এ কোর্স সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসএমপির অতিঃ পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে মেধাক্রম অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণপ্রাপ্ত নারী সদস্যদের এসএমপি’র বিভিন্ন ইউনিটি এ পদায়ন করা হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এসএমপি’র প্রত্যেক পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। যার ফলে এসএমপি’র কার্যক্রম এর গতিশীলতা বৃদ্ধি পাবে এবং জনগণকে দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে।
Leave a Reply