সুইডেনের উত্তরাঞ্চলীয় শহর উমেয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। শহরটির একটি দ্বীপের কাছে রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শীর বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আচমকা বিকট শব্দ শুনতে পান। দেখেন একটি বিমান ভুতের মতো মুখ নিচের দিকে করে মাটিতে পড়ে যাচ্ছে।
এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমকে একজন কিশোর ছেলে জানায়, সে বিছানায় বসে দুপুরের খাবার খাচ্ছিল। তার বাড়ি উমেয়া বিমানবন্দরের পাশেই। হঠাৎ কোথা থেকে যেন বিকট শব্দ আসে। দ্রুত সেই শব্দ আরো বাড়তে থাকে।
সুইডেন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উমেয়া বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর আনুমানিক ২টা ১২ মিনিটে বিকট শব্দে বিধ্বস্ত হয়।
Leave a Reply