বিশ্বকাপ ট্রফি ছুঁই ছুঁই করে ছোঁয়া হলো না নিউজিল্যান্ডের। এ যেন তীরে এসে তরী ডুবানোর মতো অবস্থা! আর এমন হারে সমর্থকদের পাশাপাশি মুষড়ে পড়েছেন খোদ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
তাই ম্যাচ শেষ নিজের আক্ষেপের কথা জানালেন তিনি। উইলিয়ামসন বললেন, এই ঘটনা আর কোনো কোনো ম্যাচে হবে না। এভাবে কেউ যেন আর না হারে।
নিউজিল্যান্ডের অধিনায়কের মতে, টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, পিচ শুকনো। তাই ভেবেছিলাম, স্কোরবোর্ডে বড় রান তুলতে পারলে বিপক্ষ চাপে থাকবে। তবে আমাদের আরও ১০-২০ রান বেশি করতে হত। তা এখন বুঝতে পারছি।
তিনি আরো বলেন, আমাদের বোলাররা ওদের পাল্টা চাপে ফেলে দিয়েছিল। আমরা শেষ বল পর্যন্ত লড়েছি। দুর্দান্ত লড়াইয়ের পরে শেষ পর্যন্ত আমাদের থেকে যেতে হল পরাজিতদের দলেই। তবে এই ম্যাচ থেকেও অনেক ইতিবাচক শিক্ষা নিয়ে বাড়ি ফিরছি।
এবারের বিশ্বকাপে ৫৭৮ রান করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হলেন উইলিয়ামসন। লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের হাত থেকে পুরস্কার নেয়ার সময়ও ঝাড়লেন তার আক্ষেপ।
তিনি বললেন, বিশ্বকাপ জেতার জন্য ইংল্যান্ডকে ধন্যবাদ। ছেলেরা বিশ্বকাপটা হাত থেকে ছিটকে যাওয়ায় মুষড়ে পড়েছে। বিশ্বকাপ জিতে ফিরতে পারলে এই পুরস্কার আরো মধুর হত।
Leave a Reply