আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, আকস্মিক বন্যায় রক্ষা পায়নি মার্কিন যুক্তরাষ্ট্রের দাফতরিক বাসভবন হোয়াইট হাউসও। এছাড়া পানিতে সেখানকার রাস্তা-ঘাট, পার্ক তলিয়ে গেছে। এরই মধ্যে বাড়ি-ঘরেও পানি উঠতে শুরু করেছে।
তারা সতর্ক করে বলেছে, এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। এজন্য ওয়াশিংটন ডিসির প্রত্যেক নাগরিককে উঁচু স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
বন্যার বর্তমান পরিস্থিতি নিয়ে ইয়াহু একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সেখানকার বর্তমান জনজীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। একটি ছবিতে দেখা যায়, বন্যার পানি হোয়াইট হাউসের বেসমেন্ট অফিসে জমে আছে।
Leave a Reply