বাংলাদেশ::দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ২০ দলীয় জোটের বৈঠক আহ্বান করেছে বিএনপি। সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, সংসদে যোগ দেয়া, বগুড়া উপনির্বাচনে অংশগ্রহণ এবং বিভাগীয় কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।
জানা গেছে, খালেদা জিয়ার আশু মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দিতে যাচ্ছে ২০ দলীয় জোট। আন্দোলনের অংশ হিসেবে সব বিভাগীয় শহরে জোটের ব্যানারে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দেয়া হতে পারে। শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব কর্মসূচিতে ২০ দলকে সম্পৃক্ত করা হতে পরে। এসব সমাবেশে পরে প্রতিটি জেলা শহরে আন্দোলন কর্মসূচি দেয়া হতে পারে।
Leave a Reply