সিলেট ::লেখক গবেষক শামসুল করিম চৌধুরী কয়েস আর নেই। রোববার ভোরে তিনি নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা শামসুল করিম চৌধুরী পেশাগত জীবনে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক ছিলেন।
তিনি স্ত্রী বাংলাদেশ বেতার সিলেট-এর অবসরপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক সাজেদা খাতুন, পুত্র সামির করিম চৌধুরী, কন্যা প্রবাসী আয়েশা সিদ্দিকা চৌধুরী দোলাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
‘বাংলা সাহিত্যে সিলেট’, ১১টি খন্ডসহ ছড়া, জীবনী, গল্প ও গানের বইসহ তাঁর অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের বিভিন্ন সম্মানায়ও ভূষিত হন।
পারিবারিক সূত্র জানিয়েছে শামসুল করিম চৌধুরী কয়েস এর নামাজে জানাজা সোমবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদে অনুষ্ঠিত হবে।
Leave a Reply