যুক্তরাষ্ট্র মিশিগান স্টেটের ওয়ারেন সিটি কাউন্সিল নির্বাচন ৬ই আগষ্ট। একমাত্র বাংলাদেশী হিসেবে এই নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ড. খাজা শাহাব আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটি ছাত্র সংসদের সাবেক জিএস, মিশিগান স্টেট ডেমোক্রেটিক পার্টি এশিয়ান ককাসের ট্রেজারার এবং আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটির সাধারণ সম্পাদক।
ড. খাজা শাহাব আহমেদে বলেন, একমাত্র বাংলাদেশী হিসেবে ওয়ারেন সিটি কাউন্সিলর নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। আমি চাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে। প্রবাসীরা সবসময় আমার পাশে আছেন।
তিনি বলেন, আমি বাঙালিদেরকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মূলস্রোতে নিয়ে আসতে চাই। যেন ভবিষ্যৎ প্রজন্ম সুবিধা ভোগ করতে পারে।
Leave a Reply